বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শুক্রবার, ২২ মে, ২০১৫

Bani

1. কারো কিছু জিজ্ঞাসার জবাব জানা না থাকলে "আমি জানি না" একথা বলতে লজ্জা বোধ করো না
----- হযরত আলি (রাঃ)
যার বুদ্ধি নেই
২. তার থেকে কৃতজ্ঞতা আশা করো না
----- হযরত আলি (আঃ)


বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হন
আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়
----- হযরত আলি (রাঃ)
যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দিবে আল্লাহ তায়ালা তাকে কষ্ট দিবেন আর যে ব্যক্তি কোন মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবেন
-আল-হাদীস
আপনি কি? কিয়ামতের দিন আল্লাহোর
আরসের তলে ছায়া পেতে চান???
_________________________
হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত
নবী করীম (সাঃ) বলেছেন,
সাত ব্যক্তিকে আল্লাহ
(কিয়ামত দিবসে)
তার
(আরশের)
ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন তাঁর
ছায়া ছাড়া অন্য কোন
ছায়া থাকবে না
()ন্যায় পরায়ন শাসক
() যুবক যে আল্লাহর ইবাদতের
মধ্যে বড় হয়েছে
() ব্যক্তি যার অন্তর মসজিদের
সাথে লেগে আছে
(জামায়াতের প্রতি যে উম্মুখ থাকে)
() দুব্যক্তি যারা একমাত্র
আল্লাহর
সন্তুষ্টির
উদ্দেশ্যে একে অন্যকে ভালবেসেছে
এবং তাতে অবিচল রয়েছে,
কিংবা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে
( তাও আল্লাহর উদ্দেশ্যে)
() ব্যক্তি যাকে কোন অভিজাত
শ্রেনীর সুন্দরী মহিলা
(ব্যাভিচারের দিকে)
আহবান করে আর
(তদুত্তরে)
সে বলে, আমি আল্লাহকে ভয় করি
() ব্যক্তি যে কিছু দান করল
এবং তা এতটা গোপনভাবে করল যে,
তার বাম হাত জানতে পারল না তার
ডান হাত কি দান করেছে
()
ব্যক্তি যে একাকী বসে আল্লাহকে
স্মরণ করে এবং তার চোখ দুটো
(আল্লাহর ভয়ে) অশ্রুপাত করে
(বুখারী, ২য় খন্ড-৫০৪)

"মুমিনরা পরস্পর মিলে
এমন একটি প্রাচীরের
ন্যায়, যার এক অংশ
অপর অংশকে সুদৃঢ়
করে।"
(বুখারী মুসলিম)
আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে
চান যেহেতু মানুষ দুর্বল (রূপে) সৃষ্ট
হয়েছে
[সূরা আন-নিসাঃ ২৮ ]
জানা সত্ত্বেও মেনে না চলার চাইতে
না জানাই ভালো
- টেনিসন

জ্ঞানই মানুষের গৌরব
শিক্ষাই মানুষের বিবেক
বিবেক মানুষের মনুষ্যত্ব
- মাহাত্মা গান্ধী
ধন দৌলতকে মানুষের পাহারা দিতে হয়। কিন্তু জ্ঞান নিজেই মানুষ কে হেফাজত করে এবং মন্দ কাজ হতে বিরত রাখে
- হযরত আলি (রাঃ)

সুশিক্ষিত মানুষ সর্বশ্রেষ্ঠ এবং অশিক্ষিত মানুষ সর্বাপেক্ষা নিকৃষ্ট। যে ব্যাক্তি শিক্ষিতের সমাদর করে, সে আল্লাহ্রই সমাদর করে
- আল হাদিস

যে মানুষ কু শিক্ষা পেয়েছে সে অবশ্যই নিকৃষ্ট
আর, যে সুশিক্ষা পেয়েছে- সে অবশ্যই উৎকৃষ্ট
- আল হাদিস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^