বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শুক্রবার, ২২ মে, ২০১৫

সি প্রোগ্রামিং এর জন্য কালার কোড (কোডব্লকস ব্যবহারকারীদের জন্য)

কোডব্লকস ব্যবহারকারীরা সি প্রোগ্রামিং কালার করতে পারে না । এইটা কি একজন প্রোগ্রামার এর জন্য মানায়?? তাইতো নিয়ে আসলাম কোডব্লকস ব্যবহারকারীদের জন্য কালার কোড । আমি বলে নিতেছি যে আমার এই পোস্ট সমূহ দেখে অনেকেই বিরক্ত হতে পারেন এই ভেবে এই পোলাটা খালি আজাইরা পেচাল পারে । আরে ভাই না তা হবে না । আপনি হয়ত একজন ভাল প্রোগ্রামার তাই আপনার কাছে এগুল কোন বেপার না । কিন্তু আমার মত যারা নতুন প্রোগ্রামার তাদের জন্য হয়ত এটা অনেক গুরুত্বপূর্ণ । ঠিক আছে আসল কথায় আসি । আমরা যেই সকল প্রোগ্রাম রান করি তার ব্যাকগ্রাউন্ড থাকে কালো এবং ফন্ট গুলর কালার থাকে সাদা । আপনি একে যে কোন কালার ই করতে পারবেন । যারা “turbo c” ব্যবহার করেন তাদের জন্য কালার কোড করা অনেক সহজ । কারন বেশিরভাগ বইতেই “turbo c” ব্যবহার করা হয়েছে । ফলে কোডব্লকস ব্যবহারকারীরা সহজেই এইটা করতে পারেন না । কিন্তু আমার এই পোস্ট থেকে হয়ত আজ আপনারা কিছুটা সাহায্য পেতে পারেন । তবেই আমার পোস্ট সার্থক । আমরা এই ক্ষেত্রে সি প্রোগ্রামের কোড টিকে নিচের মত লিখতে পারি ।
#include <stdio.h>
#include <stdlib.h>
#include <conio.h>
int main()
{
system(“color a”);
printf(“this is shown green color \n”);
getch();
return 0;
}
এ ক্ষেত্রে যেই লেখাটি প্রিন্ট করবে তা সবুজ কালারে দেখাবে । এটা শুধু আপনাদের ফন্টের কালার চ্যাঞ্জ করবে আপনি ইচ্ছা করলে আপনার ব্যাকগ্রাউন্ড ও ফন্ট দুটি ই একসাথে পরিবর্তন করতে পারবেন । এই জন্য কোড গুল নিচের মত লিখতে হবে ।
#include <stdio.h>
#include <stdlib.h>
#include <conio.h>
int main()
{
system(“color 9a”);
printf(“this is shown green color \n”);
getch();
return 0;
}
এখানে “a” হল সবুজ রঙের কোড । আর “9” হল হাল্কা নিল রঙের কোড । আমি system(“9a”); দিয়েছি । যার ফলে এর ব্যকগ্রাউন্ড হবে হাল্কা নীল আর ফন্ট হবে গাঁড় সবুজ রঙ এর । আমি যদি system(“a9″); দিতাম তাহলে এর ব্যাকগ্রাউন্ড হত গাঁড় সবুজ আর ফন্ট হত হাল্কা নীল । তাহলে আমরা “system(“”);” এই ফাংশনটির মাধ্যমে আমাদের সি প্রোগ্রামের কালার চ্যাঞ্জ করতে পারব কোডব্লকস এ ।
আপনাদের সুবিধার জন্য আমি কালার কোড গুল নিচে দিয়ে দিলাম ।
0 = Black
1 = Blue
2 = Green
3 = Aqua
4 = Red
5 = Purple
6 = Yellow
7 = White
8 = Gray
9 = Light Blue
A = Light Green
B = Light Aqua
C = Light Red
D = Light Purple
E = Light Yellow
F = Bright White

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^