স্ট্রিং এর আগে আমরা দেখেছি। কিভাবে একটি স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার
করা হয়, কিভাবে প্রিন্ট করা হয়, আমরা এখন আরেকটু বিস্তারিত ভাবে জানব।
উপরের প্রোগ্রামে শুধু একটা String ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং পরে তা প্রিন্ট করা হয়েছে।
আমাদের কাছে যদি একের অধিক স্ট্রিং থাকে, এবং আমরা তা এক সাথে যুক্ত করতে চাই, তাহলে লিখবঃ
দুইটা স্টিং এক সাথ করাকে বলা হয় Concatenation, উপরে আমরা তাই করেছি। দুইটা স্টিং জোড়া লাগানো সহজ, শুধু মাঝখানে + চিহ্ন যুক্ত করে দিলেই হয়। এভাবে আমরা একের অধিক স্টিং এক সাথ করতে পারি।
আবার আরো সহজেও করা যায়।
এখানে += ব্যবহার করে প্রথম স্ট্রিং এর সাথে দ্বিতীয় স্টিং যুক্ত করা হয়েছে। এবং পরে পুরো স্ট্রিং টা str1 এ এসাইন করা হয়েছে।
স্ট্রিং নিয়ে পরে আরো লেখার চেষ্টা করব…
|
উপরের প্রোগ্রামে শুধু একটা String ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং পরে তা প্রিন্ট করা হয়েছে।
আমাদের কাছে যদি একের অধিক স্ট্রিং থাকে, এবং আমরা তা এক সাথে যুক্ত করতে চাই, তাহলে লিখবঃ
|
দুইটা স্টিং এক সাথ করাকে বলা হয় Concatenation, উপরে আমরা তাই করেছি। দুইটা স্টিং জোড়া লাগানো সহজ, শুধু মাঝখানে + চিহ্ন যুক্ত করে দিলেই হয়। এভাবে আমরা একের অধিক স্টিং এক সাথ করতে পারি।
আবার আরো সহজেও করা যায়।
|
এখানে += ব্যবহার করে প্রথম স্ট্রিং এর সাথে দ্বিতীয় স্টিং যুক্ত করা হয়েছে। এবং পরে পুরো স্ট্রিং টা str1 এ এসাইন করা হয়েছে।
স্ট্রিং নিয়ে পরে আরো লেখার চেষ্টা করব…