বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শুক্রবার, ১৯ জুন, ২০১৫

বাংলায় সুইফট প্রোগ্রামিং: অধ্যায় ১ঃ সেটআপ এবং সাধারণ ধারনা

সুইফট/Swift হচ্ছে অ্যাপলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপলের চমক বলা যায়। এর আগে রাজত্ব করত অবজেক্টিভ সি। ইতিমধ্যে সুইফট রাজত্ব শুরু করেছে। সুইফট ফাস্ট, মডার্ন, সেইফ এবং ইন্টারঅ্যাকটিভ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স খুবি সহজ এবং সুন্দর। এখন শুধু মাত্র ম্যাক ব্যবহারকারীরা সুইফটে কোড লিখতে পারে।  এ বছরের শেষের এটি ওপেনসোর্স হতে যাচ্ছে। অর্থাৎ সবাই সুইফটে কোড লিখতে পারবে।এখানে খুবি ব্যাসিক কিছু লেখা লিখেছি। ডানপাশের লিঙ্ক গুলো থেকে অধ্যায় অনুযায়ী পড়া যাবে।
যাদের ম্যাক নেই [OS X], কিন্তু সুইফট শিখতে আগ্রহী তারা swiftstub.com বা runswiftlang এর মত সাইটে গিয়ে কোড রান করে ফলাফল দেখতে পারবে। শেখার কাজ হয়ে যাবে

বাংলায় সুইফট – Swift in Bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^