বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ২০ জুলাই, ২০১৫

ফ্রিল্যান্সিং ফিলোসফি।

ফ্রিল্যান্সিং একটা ফিলোসফি। বাসায় বসে সারাক্ষণ কাজ করা, এটা ফ্রিল্যান্সিং ফিলোসফির মধ্যে পড়ে না। বাসায় বসে সারাক্ষণ কাজ করা থেকে জব করা ভালো। তাতেও কিছু মানুষের সাথে দেখা হয়। একটু হলেও এক্সপ্লোর করা হয়।
ফ্রিল্যান্সিং হচ্ছে এক্সপ্লোর করার জন্য, নতুন বিষয় জানার জন্য, নতুন জায়গা দেখার জন্য, নতুন মানুষ এর সাথে পরিচিত হওয়ার জন্য। প্রতিদিন একই রকম কাজ করতে চায় না যারা, তাদের জন্য।
এখন যদি একগাদা কাজ নিয়ে ঘর বা অফিসে আটকিয়ে পড়েন, তাহলে তো সমস্যা। অফিশিয়াল জব করলে যেমন হুট করে কোথাও নিজের পছন্দ মত যেতে পারবেন না, এখানেও তাই ঘটছে। অনেক গুলো কাজ নিলে নিজের জায়গা ছেড়ে অন্য কোন জায়গাতে যেতে ভয় পাওয়ার কথা। কারণ নতুন স্থানে গিয়ে কাজ কমপ্লিট না হওয়ার সম্ভাবনা বেশি। ক্লায়েন্ট অখুশি হবে, ক্যারিয়ারে সমস্যা। তাই খাওয়া ঘুম এসব বাদ দিয়ে কাজ গুলো সম্পূর্ণ করতে চেষ্টা করবেন। এটা ফ্রিল্যান্সিং হতে পারে না!
আচ্ছা, বেশি কাজ করলে বেশি টাকা হবে, তাই তো? সুন্দর ভাবে চলার জন্য বেশি টাকার দরকার হয় না। এরপর ও যদি দরকার, এমন কোন কাজ করার চেষ্টা করতে পারেন, যে কাজ কমপ্লিট করার পর আপনার হাতে রিলাক্সের জন্য যথেষ্ট সময় থাকে। যদি ঐরকম কোন কাজ না পেরে থাকেন, তাহলে নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে পারেন। নিজের জন্য কিছু সময় হাতে রাখুন
ফ্রিল্যান্সিং হচ্ছে নতুন বিষয় জানার জন্য। প্রতিদিন একই রকম কাজ করে যাওয়া যথেষ্ট বোরিং। এখন যদি আপনি নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম থেকেই একই রকম কাজ করে যান, তাহলে এক সময় কাজ গুলো করা যথেষ্ঠ বিরক্তিকর লাগবে। দরকার প্রতিনিয়ত স্কিল বাড়ানো, নতুন বিষয় সম্পর্কে জানা। প্রতিনিয়ত আপডেটেড থাকা…
পছন্দের কোন রেস্টুরেন্টের কোন চমৎকার খাবার খেতে ইচ্ছে করলে যদি কাজের জন্য উঠে যেতে না পারেন তাহলে তা কি ফ্রিল্যান্সিং ফিলোসফির মধ্যে পড়ে? যখন যা ইচ্ছে করবে, তখন তা করার জন্যই ফ্রিল্যান্সিং। দরকার ডেস্ক ছেড়ে ঐ রেস্টুরেন্টে চলে যাওয়া… বেশি জরুরী কাজ হলে ল্যাপটপটা ব্যাকপ্যাকে নিয়ে বের হয়ে পড়া…
ফ্রিল্যান্সিং হোক নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। চমৎকার এ পৃথিবী ঘুরে দেখার জন্য। চারকোনা একটা স্কিনের বাহিরের বিশ্ব দেখার জন্য…
আজ আমরা আমাদের যে ইচ্ছে গুলো পূরণ করব, ভবিশ্যতে তা ভুলে যাবো। কিন্তু যে ইচ্ছে গুলো পূরণ করতে পারবো না, তা ভবিশ্যতে প্রতিনিয়ত কষ্ট দিতে থাকবে… মার্ক টোয়েন এর একটা উক্তি দিয়ে শেষ করিঃ
“Life is short, break the rules, forgive quickly, kiss slowly, love truly, laugh uncontrollably, and never regret anything that made you smile. Twenty years from now you will be more disappointed by the things you didn’t do than by the ones you did. So throw off the bowlines. Sail away from the safe harbor. Catch the trade winds in your sails. Explore. Dream. Discover. – Mark Twain”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^