বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ২০ জুলাই, ২০১৫

আজ থেকে নতুন ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে কাজ করা শুরু

Elance অনেক স্মার্ট। কাজের সাথে সাথে টাকার পরিমান ও বেশি। ঐ খানে কাজ করতে হলে একাউন্ট খোলার পাশাপাশি ফোন নাম্বার ভেরিফাই করতে হয়। আমি প্রথমে করতে পারি নি। আজ সাফোর্টের জন্য টিকেট সাবমিট করলাম। ফলে তারা ফোন করল আমার নাম্বারে। মানে আমার ফোন নাম্বার এখন ভেরিফাইড  তাই আজ থেকে ইল্যান্স এ কাজের জন্য বিড করা শুরু। যদিও এ মধ্যে একটা বিড করছি। দেখি এবার কি হয়। ওডেস্ক এ কাজ করার পাশা পাশি যদি ইল্যান্সে একটা প্রোফাইল তৈরি করতে পারি তাহলে মন্দ কি?  এখানে ভালো যেটা দেখলাম, স্প্যামারস কম কাজ গুলো ও ভালো মানের।
দোয়া করবেন সবাই যেন সহজেই কাজ পেয়ে যাই  সবাই জন্য শুভ কামনা।
ভালো থাকবেন। আর আপনি ও জয়েন করতে পারেন ইল্যান্সে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^