দেশের জন্য কাজ করার মাঝে অনেক মজা
রয়েছে। তাই তো দেশের জন্য শহীদেরা নিজেদের জীবন দিয়ে গেছেন। আর আজ ও
দিয়ে যাচ্ছেন অনেক ত্যাগ অনেক দেশ প্রেমী। নিজেকে ওদের দলে ফেলতে ইচ্ছে
করতেছে। আজ থেকে বাংলাদেশের প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো।
জানিনা কি ভাবে কি করলে বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে সমৃদ্ধ হবে। আমি
যাই জানি তা দিয়েই চেষ্টা করে যাবো… একটাই ইচ্ছে, এ বাংলার বুকে থেকে
যাওয়া… চিরদিন।
দোয়া করবেন সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন