বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

নিন্দুকের কথায় কান দিয়ো না

রাগিব হাসান তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলা ভাষায় শিক্ষা ও জ্ঞানের প্রচারে কাজ করে চলেছেন৷ তিনি বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট ও ইংরেজি উইকিপিডিয়ার অন্যতম প্রশাসক৷ অনলাইনে শিক্ষাদান ও মুক্ত জ্ঞানের দূরশিক্ষণ ওয়েবসাইট ‘শিক্ষক ডট কম’-এর জন্য তিনি পেয়েছেন গুগলের রাইজ পুরস্কার, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ক্যারিয়ার পুরস্কার, ডয়চে ভেলের দ্য ববস পুরস্কার৷ এ বছর বাংলা ব্রেইল প্রকল্পের জন্য তিনি দ্য ববস–এর জুরি ও জনপ্রিয় দুটো পুরস্কারই পান৷ রাগিব হাসান সম্প্রতি দেশে এলে ‘স্বপ্ন নিয়ে’র পক্ষ থেকে তাঁর সাক্ষাৎকার নেন মনীষ দাশ৷
রাগিব হাসান সমৃদ্ধ শিক্ষাজীবনের অধিকারী৷ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় চতুর্থ ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন৷ বুয়েট থেকে প্রথম স্থান অধিকার করে লাভ করেন বুয়েট চ্যান্সেলর পুরস্কার এবং কম্পিউটার কৌশল বিভাগের স্বর্ণপদক৷ তিনি পিএইএচডি করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন থেকে৷ রাগিব হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক৷
স্বপ্ন নিয়ে: আপনি এখন কি কাজ নিয়ে ব্যস্ত?
রাগিব হাসান: দরিদ্র শিশুদের ছবি তুলে তাদের হাতে তুলে দেওয়ার জন্য ‘রঙিন শৈশব’ নামের একটা সামাজিক আেন্দালন নিয়ে কাজ করছি৷ একটা শিশুর ছবি তুলে প্রিন্ট করে তার হাতে দিতে মাত্র এক কাপ চায়ের দামের সমান খরচ হয়৷ কিন্তু হতদরিদ্র অনেক শিশুর কাছে সেই ছবি হয়তো তার জীবনের প্রথম বা একমাত্র ছবি৷ এটা করতে আসলে কোনো সংগঠনের দরকার নেই, ব্যক্তিগতভাবে যদি সবাই এই কাজ করে, তাহলেই অনেক অসাধারণ কিছু একটা সম্ভব৷ মাস চারেক আগে এই ধারণা বলার পর বেশ কিছু উদ্যমী তরুণ ঢাকার বস্তিবাসী শিশুদের জন্য করা স্কুল ‘স্পৃহা’র কয়েক শ শিশুর ছবি এভাবে তুলে দিয়েছে৷ এ রকম ছোট্ট ছোট্ট কাজ আসলে অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে৷
স্বপ্ন নিয়ে: শিক্ষক ডট কম আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ৷ এ কাজ শুরুর পেছনে কী অনুপ্রেরণা কাজ করেছিল?
রাগিব হাসান: শিক্ষক ডট কম (www.shikkhok.com) প্রকল্পের শুরুটা হয়েছিল একটা স্বপ্ন থেকে। সেটা হলো বাংলাভাষী সব মানুষের কাছে পৃথিবীর সব জ্ঞানটুকু বাংলা ভাষাতেই পৌঁছে দেওয়ার। ২০১২ সালের কথা, আমি তখন বছর খানেক হলো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছি। গ্রীষ্মের তিন মাস আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকে, সেই সময়টা সারা দিন গবেষণায় কাটে। কিন্তু আমার মনে হলো, গবেষণা আর শিক্ষাদান—এই কাজগুলো থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের কীভাবে আমি উপকার করতে পারি।
আমার পিএইচডি ও পেশা কম্পিউটার বিজ্ঞানে, কিন্তু এসব বিষয়ে বাংলায় শিক্ষামূলক তথ্য অনলাইনে ছিল না বললেই চলে৷ আমি নিজে যখন ছাত্র ছিলাম, তখন দেখেছি, ইংরেজি ভাষার বই কিংবা লেকচার থেকে কোনো বিষয় বুঝতে অনেকেরই বেশ সমস্যা হয়, এ ছাড়া ভালো শিক্ষকের অপ্রতুলতা তো আছেই। তাই আমি ভাবলাম, এই সমস্যার সমাধান করব তথ্যপ্রযুক্তি দিয়ে। শুরুতে কম্পিউটার নিরাপত্তার ওপর কোর্স চালু করলাম। হাতে ভালো ভিডিও ক্যামেরা ছিল না, তাই ওয়েবক্যাম আর ডিজিটাল ক্যামেরা দিয়েই রেকর্ড করলাম লেকচার। দরকারমতো সম্পাদনা আমার নিজের ল্যাপটপে করে নিয়ে ইউটিউবে ছাড়লাম। এভাবে শুরু করলাম আমার অনলাইন শিক্ষার প্রথম সাইট যন্ত্রগণক (jontrogonok.com)। আমি ভাবিইনি এত বিশাল সাড়া পাব সবার কাছ থেকে। এত বেশিসংখ্যক শিক্ষার্থী অনলাইনে আমার কোর্সে নিবন্ধন করে লেকচার দেখতে শুরু করল যে ওয়েবসাইটটা ক্রাশ করার উপক্রম। প্রায় তিন হাজার শিক্ষার্থী অল্প কয়েক দিনেই রেজিস্ট্রেশন করে ফেললেন। প্রতি সপ্তাহে লেকচার পোস্ট করতাম, ৫০০-এর বেশি শিক্ষার্থী বাড়ির কাজ জমা দিতেন। যন্ত্রগণক-এর সাফল্য আমাকে ভাবাল, এ ব্যাপারটা কেবল কম্পিউটার বিজ্ঞানের ওপর সীমাবদ্ধ রাখাটা সবার জন্য অবিচার হবে। তাই সব বিষয়ে সব লেভেলের কোর্সের জন্য চালু করলাম শিক্ষক ডট কম (www.shikkhok.com)।
দিনটা ছিল ২০১২ সালের ১ আগস্ট৷ কিন্তু শুরুতেই যে সমস্যা সামনে এল, সেটা হলো যোগ্য শিক্ষকের। আমার নিজের জ্ঞান তো কম্পিউটার বিজ্ঞানেই। ফেসবুকে জানাতেই অল্প সময়ের মধ্যে ১০ থেকে ১৫ জন এগিয়ে এলেন, বিপুল উৎসাহে তাঁরা কোর্স ডিজাইনের কাজে হাত লাগালেন। ব্যস, যাত্রা শুরু হলো শিক্ষক ডট কমের।
স্বপ্ন নিয়ে: এ কার্যক্রমের সাফল্যকে কীভাবে মূল্যায়ন করবেন?
রাগিব হাসান: শিক্ষক ডট কমের মাধ্যমে দেশের একটি শিশু-কিশোরের কাছেও যদি জ্ঞানের জানালাটা খুলে দিতে পারি, সেটাই হবে বড় অর্জন। আর বাংলা ভাষায় জ্ঞানচর্চা হয় না, শিক্ষা হয় না—এই অপবাদটা ঘোচাতে একেবারে হাতেনাতে দেখিয়ে দেওয়ার জিদটা তো আছেই। শিক্ষক ডট কমের শিক্ষকেরা তাঁদের নিজের বিষয়ে পিএইচডি লেভেলের জ্ঞান রাখেন, কিন্তু বাংলায় সেসব বিষয়ের শিক্ষা বা গবেষণার চর্চা নেই দেখে নিজের মনের তাগিদে এগিয়ে এসেছেন।
তবে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের শিক্ষার্থীরাই। আমি শিক্ষক ডট কম শুরুর পরে গ্রামের বা দূর-দূরান্তের মফস্বল এলাকার অনেকেই মেইল করে তাঁদের আনন্দের কথা জানিয়েছেন। একজন জানিয়েছিলেন, তাঁর কম্পিউটারবিজ্ঞান পড়ার অনেক স্বপ্ন ছিল। কিন্তু এইচএসসি পাসের পর দারিদ্র্যের কারণে আর পড়তে পারেননি। এখন শিক্ষক ডট কমের মাধ্যমে কম্পিউটার বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ালেখা করতে পারছেন, সেটাতেই তাঁর আনন্দের সীমা নেই।
স্বপ্ন নিয়ে: এর পাঠ পরিকল্পনা কীভাবে নির্বাচন করা হয়?
রাগিব হাসান: শিক্ষক ডট কমের কোর্সগুলোর সঙ্গে শ্রেণিকক্ষে প্রথাগত পাঠদাননির্ভর কোর্সের বেশ পার্থক্য আছে। আমি বিশ্বাস করি, একটা পর্যায়ে আমরা সবাই-ই শিক্ষক হতে পারি আমাদের নিজেদের জ্ঞান-অভিজ্ঞতার ভিত্তিতে। শিক্ষক ডট কমে তাই যেমন আছে স্কুল-কলেজের সিলেবাস-ভিত্তিক কোর্স, আবার তেমনি আছে নানা বিষয়ভিত্তিক বা লাইফ স্কিলস-ভিত্তিক কোর্স। যেমন রান্নার নানা কৌশল নিয়ে একজন পেশাদার শেফ দারুণ একটা কোর্স পড়াচ্ছেন (এমন কোর্স বিদেশে বা দেশেও লাখ লাখ টাকা দিয়ে করতে হয়)। আবার দাবা খেলার পাগল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^