বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

গ্যারেজ থেকে শুরু!

অ্যাপল কম্পিউটার
১৯৭৬ সালে শুরু হয় অ্যাপলের গল্প। ২১ বছরের তরুণ স্টিভ জবস আর ২৬ বছরের স্টিভ ওজনিয়াক। দুই স্টিভ মিলে অ্যাপল ওয়ান নামের কম্পিউটার বিক্রি শুরু করেন। প্রতিটি কম্পিউটারের দাম পড়ত ৬৬৬.৬৬ মার্কিন ডলার, যা কিনা বর্তমানে দুই হাজার ৭৬৩ ডলারের সমমূল্য। ক্যালিফোর্নিয়ার কাপারটিনোর এক গ্যারেজেই তৈরি হতো কম্পিউটারগুলো। সেই গ্যারেজের কোম্পানিটিই বর্তমানে পৃথিবীর সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি। বর্তমানে অ্যাপলের বার্ষিক আয় ১৮২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
গ্যারেজের ঠিকানা: ২০৬৬ ক্রিস্ট ডিআর, লস আলটোস, ক্যালিফোর্নিয়া।
সূত্র: রিটায়ার অ্যাট২১ ডট কম।


আমাজান ডট কমপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ করে মার্কিন শেয়ারবাজারে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ শুরু করেন জেফ বেজোস। হঠাৎই একদিন ইন্টারনেট নিয়ে সামনে পড়ে একটা ম্যাগাজিনের প্রতিবেদন। ১৯৯০ দশকের সেই প্রতিবেদনে লেখা ছিল, ভবিষ্যতে ইন্টারনেটভিত্তিক ব্যবসার জগৎ ২৩০০ শতাংশ বিস্তৃতি লাভ করবে। এক প্রতিবেদন পড়েই মাথা ঘুরে যায় জেফের। আর্থিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন বুকস্টোর আমাজন ডট কম। ওয়াশিংটনের বেলেভিউর গ্যারেজেই ছিল প্রথম অফিস তাঁর। গ্যারেজ থেকেই যাত্রা শুরু হয় আমাজনের। যদিও প্রথম বই বিক্রি হয় এক বছর পরে ১৯৯৫ সালে। কিন্তু মাত্র দুই বছরের মধ্যে ১৯৯৭ সালে আমাজনের আইপিও শেয়ার বাজারে আসে। বর্তমানে আমাজন ডট কমের কর্মী সংখ্যা এক লাখ ৩২ হাজার এবং বার্ষিক আয় প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
গ্যারেজের ঠিকানা: ১০৭০৪ এনই, ২৮ বেলেভিউ, ওয়াশিংটন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^