মিশকাত জাহান
রাবেয়া খাতুন স্মৃতি স্বর্ণপদক ও মোহাম্মদ মোফাজ্জল হক স্মৃতি স্বর্ণপদক
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিশকাত জাহান ২০১৩ সালের পরীক্ষায় ৩.৮৭ সিজিপিএ পেয়ে জোড়া স্বর্ণপদক জয় করেন। ভবিষ্যতে শিক্ষকতা করতে চান এই মেধাবী। মিশকাত বলেন, ‘স্বর্ণপদক পাওয়া নিশ্চয়ই অন্য রকম অভিজ্ঞতা। একটি স্বর্ণপদকের জায়গায় দুটি স্বর্ণপদক পেয়ে আমি বাকরূদ্ধ হয়ে গেছি। ভবিষ্যতে পিএইচডি করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে এই পদক আমাকে ভীষণ উৎসাহ জোগাবে।’
নির্মান সাহা
শাহ এ এম এস কিবরিয়া স্মৃতি স্বর্ণপদক
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগ থেকে ২০১৩ সালের স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে স্বর্ণপদক জিতেছেন নির্মান সাহা। নির্মান জানান, ‘ভবিষ্যতে অর্থনীতি নিয়ে গবেষণা করতে চাই। স্বর্ণপদক আমার গবেষক হওয়ার স্বপ্নকে ছুতেঁ বেশ অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে অর্থনীতির কোনো শাখায় পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে গবেষণা প্রতিষ্ঠানে যোগ দিতে চাই।’
রেজাউল করিম
এ জে মারুফ খান স্বর্ণপদক
ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম। ২০১৩ সালের স্নাতক পরীক্ষায় ৩.৯৫ পেয়ে এ জে মারুফ খান স্বর্ণপদক জয় করেন। রেজাউল বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী হিসেবে স্বর্ণপদক পেয়ে আমি গর্বিত। শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা বহুদিনের। এই পদক সেই দিকেই আমাকে নিয়ে যাবে বলে আশা রাখি।’
রতি চক্রবর্ত্তী
অনিমা রানী সাহা স্মৃতি পদক
শিক্ষা ও গবেষণা অনুষদের (আইইআর) ২০১২ সালের পরীক্ষায় সিজিপিএ ৩.৯৪ পেয়ে স্বর্ণপদক জয় করেছেন রতি চক্রবর্ত্তী। ভবিষ্যতে গবেষণায় নিজের ক্যারিয়ার গড়তে চান এই কৃতী শিক্ষার্থী। রতি বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় গুণগত মান পরিবর্তনের জন্য গবেষক হতে চাই। সেই গবেষক হওয়ার পেছনে অনন্য উৎসাহ জোগাবে আমার এই স্বর্ণপদক। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পাওয়ার মতো অনুপ্রেরণা আর হতে পারে না।’
রাফাত আলম
অক্ষয় কুমার সেন শর্মা স্মৃতি স্বর্ণপদক
২০১২ সালের স্নাতকোত্তর পরীক্ষায় ৩.৮৫ সিজিপিএ পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী রাফাত আলম। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন তিনি। রাফাত বলেন, ‘স্বর্ণপদক জয় আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন প্রথম বর্ষ থেকেই আমার মধ্যে ছিল। দুটি স্বপ্ন পূরণ করতে পেরেছি। ভবিষ্যতে বাংলা ভাষার বানান নিয়ে কাজ করতে চাই। বাংলা বানানের বিভ্রাট দূর করতে নিজের অর্জিত জ্ঞান বিনিয়োগ করতে চাই।’
নুসরাত আহমেদ
এসিআই-আবদুল মুকিত স্বর্ণপদক
ফার্মেসি অনুষদ থেকে ৩.৯৮ সিজিপিএ পেয়ে স্বর্ণপদক পেয়েছেন নুসরাত আহমেদ। ফার্মেসি বিভাগের এই শিক্ষার্থী স্নাতকোত্তর পড়াশোনা শেষে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পিএইচডি করতে যাওয়ার স্বপ্ন দেখেন। নুসরাত বলেন, ‘ভবিষ্যতে গবেষক হতে চাই। এই স্বর্ণপদক সেই স্বপ্নকে আরও পূর্ণ করতে ভীষণ অনুপ্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, বন্ধুবান্ধব, পরিবারের কাছে আমি এ জন্য কৃতজ্ঞ।’
সৈকত চন্দ্র দে
আমিনুল হক-আতিয়া হক স্মৃতি স্বর্ণপদক
২০১৩ সালের পরীক্ষায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে স্বর্ণপদক লাভ করেছেন সৈকত চন্দ্র দে। সিজিপিএ ৩.৯৫ পেয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এই শিক্ষার্থী পদক জয় করেছেন। সৈকত বলেন, ‘ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। এই পদক জয় আমাকে সেই লক্ষ্য ছুঁতে অনুপ্রেরণা জোগাবে। আমার বিশ্ববিদ্যালয়ের চার বছরের পড়াশোনা আর পরিশ্রমের ফল এই পদক।’
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান, শিক্ষার্থীদের ছবি: ঊষাণ আরা বাদল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন