বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

গণিতের জয়গান

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, চিয়াং মাই, থাইল্যান্ড ১০৪টি দেশের এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে, আর সারা বিশ্বে ৩৩তম। দলগতভাবে বাংলাদেশের নিচে রয়েছে ভারত ৩৭তম ও পাকিস্তান ৮৫তম স্থানে।





 ‘অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়ে রৌপ্যপদক বিজয়ীদের মঞ্চে দাঁড়ানোর মুহূর্তটি ছিল আমার জীবনের সেরা অর্জন।’ বলছিলেন থাইল্যান্ডের চিয়াং মাইয়ে অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদকজয়ী সানজিদ আনোয়ার।

শুধু সানজিদই নন, এবারে বাংলাদেশ দলের আদিব হাসান, আসিফ-ই-ইলাহী, সাজিদ আখতার ও সাব্বির রহমান পেয়েছেন ব্রোঞ্জপদক। আর ষষ্ঠ প্রতিযোগী নাঈমুল ইসলাম অর্জন করেছেন সম্মানজনক স্বীকৃতি।
১৭ জুলাই দেশে ফিরলে কথা হয় বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে। মোট ছয়টি সমস্যার মধ্যে তিনটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করে সানজিদ আনোয়ার পান ২১ নম্বর। রৌপ্যপদকজয়ী সানজিদ জানান, ‘এবারের প্রশ্নপত্র একটু ভিন্ন ধাঁচের ছিল বলে প্রথমে বুঝতে পারিনি ফলাফল কেমন হবে, কিন্তু আমার লক্ষ্য ছিল তিনটি প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধানের চেষ্টা করা। আমি সে চেষ্টাই সফল হয়েছি। ভবিষ্যতে আরও ভালো করার জন্য এখন থেকেই চেষ্টা করে যাব।’
আদিব ও আসিফ ১৭ নম্বর, সাব্বির ১৫ নম্বর ও সাজিদ ১৪ নম্বর পেয়ে ব্রোঞ্জপদকের গ্রেড অর্জন করেন। নেয়ামুল ১৩ নম্বর পেয়ে অর্জন করেছেন সম্মানজনক স্বীকৃতি।
গত বছর ১৪ নম্বর নিয়ে দক্ষিণ আফ্রিকার গণিত অলিম্পিয়াড থেকে সম্মানজনক স্বীকৃতি নিয়ে দেশে ফিরতে হয়েছিল আসিফকে। এবারে সেই নম্বর ছাড়িয়ে ১৭ নম্বর পেয়েছেন তিনি। আসিফ জানান, ‘গতবার শুধু সম্মানজনক স্বীকৃতি পেয়েছিলাম। এবার তিনটি সমস্যার সমাধানে মন দিয়েছিলাম। দুটি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান ও বাকি তিনটি সমস্যায় ১ নম্বর করে পেয়ে এবার ব্রোঞ্জপদক পেয়েছি। ব্রোঞ্জপদক পেয়ে আমি ভীষণ আনন্দিত।’
আসিফ আনন্দিত হলেও আদিবের নিজের ফল নিয়ে একটু মন খারাপই হয়েছে। তৃতীয়বারের মতো ব্রোঞ্জ পেয়েছেন আদিব। তিনি জানান, ‘আমার প্রত্যাশা ছিল অন্তত এবার রৌপ্য পাব, কিন্তু ছোটখাটো বেখেয়ালি ভুলের জন্য নম্বর কাটা যায়। আগামীবার দলে সুযোগ পেলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব।’
প্রথমবারের মতো অংশ নিয়ে বাজিমাত করেছেন সাব্বির, পেয়েছেন ব্রোঞ্জপদক। সাব্বির জানান, ‘প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জপদক পেয়ে আমি দারুণ আনন্দিত। জ্যামিতির প্রশ্নসহ ১ ও ৪ নম্বর সমস্যার সমাধান করে আমি ৬ ও ৭ নম্বর পাই, সে জন্যই আমার পদকপ্রাপ্তি সহজ হয়েছে।’
অন্যদিকে সাজিদেরও অগ্রগতি হয়েছে। সাজিদ জানান, ‘আমি গতবার সম্মানজনক স্বীকৃতি পেয়েছিলাম, এবার পেলাম ব্রোঞ্জপদক।’
নাঈমুল এবার প্রথম অংশ নেন আইএমওতে। তিনি বলেন, ‘প্রথমবার অংশ নিয়ে সম্মানজনক স্বীকৃতি পেয়েছি। আশা করছি, আগামী বছর দলে অন্তর্ভুক্ত হতে পারলে পদক জয় করতে পারব।’
গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার জানান, গত ১১ বছরের মধ্যে এটি বাংলাদেশ দলের সেরা সাফল্য। ভাবতেই ভালো লাগছে, আমাদের ছেলেমেয়েরা প্রতিবছরই নিজেদের অবস্থান অতিক্রম করছে। এবার দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে এবং সারা বিশ্বের ১০৪টি দলের মধ্যে ৩৩তম স্থান লাভ করেছে। ভারতের অবস্থান যেখানে ৩৭তম, শ্রীলঙ্কার অবস্থান ৫০তম এবং পাকিস্তানের অবস্থান ৮৫তম। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের দলীয় অবস্থান ছিল ৫৩তম।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^