বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

আগামীর নেতৃত্ব

এ এক অন্য জাতিসংঘ। রাশিয়া ও চিলির প্রতিনিধির মধ্যে তখন তুমুল বিতর্ক। তর্ক গড়াতে গড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাব দিয়ে বসে রাশিয়া। তবে মহাসচিব ও সভাপতির হস্তক্ষেপে শান্তিচুক্তি করা হয় রাশিয়া ও চিলির প্রতিনিধির মধ্যে। এমনই টানটান উত্তেজনা আর যুক্তিতর্কের মধ্য দিয়ে হয়ে গেল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসের (মুন) প্রথম আসর।
৯–১১ এপ্রিল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন মডেল ইউনাইটেড নেশনস (এইউডব্লিউমুন) ক্লাব আয়োজিত এ সম্মেলন অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী। আর সঙ্গে ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ুয়া শিক্ষার্থীরা। ‘জেন্ডার ইকুয়ালিটি ফর দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট’ শিরোনামের এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ।
জাতিসংঘের মূল সম্মেলনের আদলে অনুষ্ঠিত এ ছায়া সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই বনে যান বিভিন্ন দেশের প্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য, সাধারণ পরিষদের পরিচালক। কেমন ছিল তাঁদের অভিজ্ঞতা। শোনা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশাহেদ হাসানের কাছে, ‘এটি একটি দুর্দান্ত সুযোগ আমার জন্য। আমি পরিচালনা করেছি জাতিসংঘের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কমিটি। যে কমিটিতে ৪০ জন প্রতিনিধি ছিলেন। নারীর প্রতি সহিংসতা রোধে তাঁদের ভাবনা নিয়েই আলোচনা হয় এ সেশনে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী নওরীন প্রমা বলেন, এ ধরনের উদ্যোগে নারীদের আরও এগিয়ে আসা উচিত। নারীর ক্ষমতায়নের জন্য নারী-পুরুষ উভয়ের এগিয়ে আসা প্রয়োজন।
সম্মেলনে ‘বেস্ট ডেলিগেশন’ পুরস্কার জেতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। মঞ্চে নিজেদের সেরা প্রমাণ করার অনুভূতি এককথায় অভিভূত।’
সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়েছে চট্টগ্রাম ক্লাবে। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হারমান সাল্টন ও ডিন অব স্টুডেন্ট মাঞ্জুমা মুরশেদ। এ ছাড়া ছিল এইউডব্লিউয়ের শিক্ষার্থীদের আয়োজনে চমকপ্রদ সাংস্কৃতিক পর্ব। এমন বড় পরিসরে জাতীয় সম্মেলন আয়োজন করার অভিজ্ঞতার কথা বলেন এইউডব্লিউমুন ক্লাবের সাধারণ সম্পাদক জেবা নওশিন, ‘আমরা প্রায় দুই মাস ধরে সম্মেলন আয়োজনে কাজ করেছি। সফল একটি অনুষ্ঠান করতে পেরে ক্লাবের সব সদস্যের এত দিনের কষ্ট আর পরিশ্রম সার্থক হয়েছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^