বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

নুসরাত যখন সেরা

জাতীয় অর্থনীতির বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকবিলার কৌশল নির্ধারণ নিয়ে প্রতিযোগিতা ‘পলিসি ডায়ালগ ২০১৪’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাত বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছেন নুসরাত জাহান। তিনি অর্থনীতি বিভাগে দ্বিতীয় বর্ষে পড়ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ছিল ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকা।
বিজয়ী নুসরাত জাহান বলেন, ‘সাম্প্রতিক অর্থনীতির নানা বিষয়ে আলোচনার এটি ছিল একটি অসাধারণ প্ল্যাটফর্ম। প্রতিযোগিতার খাতিরে আমি অনেক নতুন কিছু বিষয়ের সঙ্গে পরিচিত হয়েছি, শিখেছি।’
প্রতিযোগিতাটি আয়োজন করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘ইয়াং ইকোনমিক ফোরাম’। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতাটি হয়েছে তিনটি ধাপে। প্রথম ও দ্বিতীয় পর্বে প্রতিযোগিতার বিষয়গুলো ছিল: ঢাকা শহর কি বিকেন্দ্রীকরণ করা উচিত? বাণিজ্যিক ও প্রশাসনিক রাজধানী আলাদা হওয়া উচিত কি উচিত নয়? এসব বিষয়ের ওপর অর্থনীতির নানা চলকে প্রতিযোগীদের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে। আর চূড়ান্ত পর্বের বিষয় ছিল: সম্প্রতি অর্জিত সামুদ্রিকসম্পদ বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে?
নুসরাত বলেন, ‘এমন অনেক প্রতিষ্ঠান ঢাকায় রয়েছে, যেগুলোর আদৌ এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ঢাকার বিকেন্দ্রীকরণ নিয়ে আমি যুক্তি তুলে ধরেছি। আর সমুদ্রসম্পদ ব্যবহারে যৌক্তিক পদক্ষেপ নিতে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরি।’
শুধু অর্থনীতির আঙিনায় নয়, নুসরাতের পদচারণ রয়েছে সংগীতের ভুবনেও। ছোটবেলা থেকে তালিম নিয়েছেন রবীন্দ্রসংগীতের ওপর। তবে দখল রয়েছে আধুনিক বাংলা আর ইংরেজি গানেও। মঞ্চে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনে। ঢাকায় বেড়ে ওঠা নুসরাত ইউআইইউতে ভর্তির আগে ইংরেজি মাধ্যমে পার করেছেন এ-লেভেল ও ও-লেভেল। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করতে চাই। স্নাতক পর্ব শেষে দেশের বাইরে অর্থনীতি নিয়ে গবেষণা ও উচ্চতর ডিগ্রি নিতে চাই। ছোট করে বললে, একজন অর্থনীতিবিদ
হতে চাই!’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^