কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বড়
মনে করে বা নিজে আগে ছোট ছিল এটা ভুলে যায়। তুমি বড় আমি মেনে নিলাম,
তোমার অনেক ক্ষমতা আছে আমি তাও মেনে নিলাম, কিন্তু তোমার ছোট একটা ভাই একটা
কাজ করল তার মধ্যে অনেক গুলো ভুল আছে তাও মেনে নিলাম, কিন্তু তুমি উৎসাহ
না দিয়ে তাকে হেয় কর তা কি মেনে নেওয়া যায়? তুমি কি ঐ সময়টা পার করে
আসনি?? এ প্রশ্নের উত্তর হবে হ্যা। তাহলে কেন তোমার ছোট ভাইয়ের কাজটাকে
ছোট মনে দেখ? তাকে কেন উৎসাহ দাও না? তার পরিবর্তে কেন তার ভুল গুলো বের
করে তাকে সমালোচনার মধ্যে পেলে হেয় কর?
এটা একটা টেকব্লগ। আজ পর্যন্ত কোন টেক
রিলেটেড কোন পোস্ট দেওয়া হয়নি। আজকে এ পোস্টটা ও দেওয়া হত না। কিন্তু
আমার আশেপাশের কিছু মানুষের কিছু ছোট ভাইয়ের উপর আচরন দেখে এটা পোস্টটা
দিতে হচ্ছে। আমার অনেক গুলো ছোট ভাই আছে যাদের জন্য লেখাটি লিখছি।
একটি ছেলে পত্রিকায় একটা লেখা লিখছে,
প্রথম লেখা। সবাইকে বলে ভেড়াচ্ছে, কারন অনেক খুশি। আপনি দেখছেন। এখন মনে
মনে বললেন “আরে এমন কত কিছু আমি ইচ্ছে করলে লিখতে পারি, আর পিচ্ছি কি লিখছে
সব ভুলে ভরা” ছেলেটি আপনার কাছে এসেও বলছে। আপনি তাকে উৎসাহ না দিয়ে অনেক
বিজ্ঞ, গলা মোটা ও গম্ভীর ভাবে বললেন “আগে শিখতে হবে, তার পর লিখতে যাবা,
বুঝেছ খোকা?? যে সম্পর্কে লিখছ তা সম্পর্কে যেন কেউ প্রশ্ন করলেই উত্তর
দিতে পার, আমি ও তো লিখতে পারি আমি তো লিখি না, কেন যান? আগে শিখতে হয়”
এখন ছেলেটি কি করবে তা আমার ভাবার বিষয় না, তবে ভালো কিছু যে সে আর করবে
না আমি আমি বুঝতে পারি। কিন্তু আমি চিন্তা করি বক্তা সম্পর্কে। সে যদি এতই
পন্ডিত হয়ে থাকে তাহলে সে নিজে লেখে না কেন? আমরা তো অনেক কিছু তাহলে
জানতে পারি। নাহ, যারা এমন নিজে কিছু করবে না অন্যকে ও করতে দিবে না তাদের
ঘৃনা করি। আমার ঘৃনা করায় কারো কিছু যায় আসে না, তবে আমি কারো ক্ষতি করা
দেখতে পারি না।
স্যালুট জানাই ঐ নবীনদের যারা স্বপ্ন দেখে
আর স্বপ্ন গুলো কে বাস্তবে পরিনত করার পেছনে ছোটে। আজ তারা সফল হোক আর নাই
হোক, আগামিকাল তারা সফল হবেই হবে ইনশাহআল্লাহ।
ছোট ভাইদের বলছি, সমালোচনা করলেও তুমি
যেটায় মজা পাও তাই কর। অন্যে কি বলছে তাতে মন দিয়ে সময় নষ্ট কর না।
আল্লাহ তোমাদের সহায় হবেন।। আর তুমি যে কাজকে ভালোবাসো তাতে আসা বাধা
গুলোকে যদি তুমি পরাজিত করতে না পার তাহলে কিভাবে বুঝবে তুমি ঐ কাজটাকে
ভালোবাসো???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন