আজ মন খারাপ?
আমাদের মন খারাপ থাকলে গুরুজনরা বলত বই পড়তে। বই একটা মানুষের সর্বোকৃষ্ট বন্ধু। রিয়েল লাইফ বন্ধু আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বিপদে আমাদের ফেলে চলে যেতে পারে, আমাদের সাথে প্রতারণা করতে পারে, আবার বিপরীত ও হতে পারে, সত্যিকারের উপকার করতে পারে। কিন্তু একটা বই সব সময়ই আমাদের সাহায্য করবে, আমাদের পাশে সব সময় থাকবে… লেখাটি বই নিয়ে রচনা লেখার মত হয়ে যাচ্ছে।
যে জন্য লেখা, এখন আমাদের মন খারাপ থাকলে আমরা বই পড়ি। তবে তা হচ্ছে ফেসবুক। তখন মন খারাপ আরো বাড়ে। কিভাবে জানেন? ফেসবুকে লগিন করার পর অনেক স্ট্যাটাস পড়েন, অনেক ছবি দেখেন। আপনি দেখবেন আপনার বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, সুন্দর সুন্দর ছবি আপলোড করছে, আর আপনি ঘরে বসে আছে মন খারাপ করে। এগুলো দেখে মন আরো খারাপ হয়ে যাব।
আপনি ঘরে বসে আছেন, বের হতে ইচ্ছে করছে না। কেউ একজন কোন রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দিল। আপনার ইচ্ছে থাকলে ও না যেতে পারার কারণে মন খারাপ হবে। কেউ একজন কোন এক ঝরনার সামনে গিয়ে ছবি তুলে আপলোড দিল, দেখে মন খারাপ হবে। ফেসবুক মানুষের দুঃখ খুব সহজেই বাড়িয়ে দিতে পারে। দুঃখ বাড়ানোর এনজাইম হিসবেকে কাজ করে।
ফেসবুকে দেখতে পাচ্ছেন ঐ ছেলেটি এঙ্গেজড উইথ ঐ মেয়ে… বা মেয়েটি এঙ্গেজড উইথ ঐ ছেলে… আর আপনি সিঙ্গেল বা ব্রেকআপ হয়ে গেছে। মন খারপ হবে।
কারো খুশির খবর এখন সবার আগে ফেসবুকেই শেয়ার করে। আর খুশির খবর দেখে ভালো লাগলেও নিজের কথা চিন্তা করে আবার খারাপ লাগা শুরু হয়। একই ভাবে কারো দুঃখের কথাও এই ফেসবুকেই শেয়ার করে। এটাও কষ্ট বাড়িয়ে দেয়। সব সময় যে এমন হয় তাও না। বেশিরভাগই এমন।
আজ মন খারাপ? দরকার একটি বই। পিসিতে হোক, ট্যাবে হোক বা প্যাবলেটে হোক… বা একটা হার্ড কপি হোক, সমস্যা নেই। পড়া শুরু করে দিলে কখন যে বই এর ভেতরে ঢুকে যাবেন, বুঝতেও পারবেন না। মন খারপও এক সময় কেটে যাবে। বই এর গল্পের সাথে নিজের গল্প কখন যে মিশে যাবে, টের ও পাবেন না। দরকার একটি বই। একটি সুন্দর বই …
আমাদের মন খারাপ থাকলে গুরুজনরা বলত বই পড়তে। বই একটা মানুষের সর্বোকৃষ্ট বন্ধু। রিয়েল লাইফ বন্ধু আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারে, বিপদে আমাদের ফেলে চলে যেতে পারে, আমাদের সাথে প্রতারণা করতে পারে, আবার বিপরীত ও হতে পারে, সত্যিকারের উপকার করতে পারে। কিন্তু একটা বই সব সময়ই আমাদের সাহায্য করবে, আমাদের পাশে সব সময় থাকবে… লেখাটি বই নিয়ে রচনা লেখার মত হয়ে যাচ্ছে।
যে জন্য লেখা, এখন আমাদের মন খারাপ থাকলে আমরা বই পড়ি। তবে তা হচ্ছে ফেসবুক। তখন মন খারাপ আরো বাড়ে। কিভাবে জানেন? ফেসবুকে লগিন করার পর অনেক স্ট্যাটাস পড়েন, অনেক ছবি দেখেন। আপনি দেখবেন আপনার বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, সুন্দর সুন্দর ছবি আপলোড করছে, আর আপনি ঘরে বসে আছে মন খারাপ করে। এগুলো দেখে মন আরো খারাপ হয়ে যাব।
আপনি ঘরে বসে আছেন, বের হতে ইচ্ছে করছে না। কেউ একজন কোন রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দিল। আপনার ইচ্ছে থাকলে ও না যেতে পারার কারণে মন খারাপ হবে। কেউ একজন কোন এক ঝরনার সামনে গিয়ে ছবি তুলে আপলোড দিল, দেখে মন খারাপ হবে। ফেসবুক মানুষের দুঃখ খুব সহজেই বাড়িয়ে দিতে পারে। দুঃখ বাড়ানোর এনজাইম হিসবেকে কাজ করে।
ফেসবুকে দেখতে পাচ্ছেন ঐ ছেলেটি এঙ্গেজড উইথ ঐ মেয়ে… বা মেয়েটি এঙ্গেজড উইথ ঐ ছেলে… আর আপনি সিঙ্গেল বা ব্রেকআপ হয়ে গেছে। মন খারপ হবে।
কারো খুশির খবর এখন সবার আগে ফেসবুকেই শেয়ার করে। আর খুশির খবর দেখে ভালো লাগলেও নিজের কথা চিন্তা করে আবার খারাপ লাগা শুরু হয়। একই ভাবে কারো দুঃখের কথাও এই ফেসবুকেই শেয়ার করে। এটাও কষ্ট বাড়িয়ে দেয়। সব সময় যে এমন হয় তাও না। বেশিরভাগই এমন।
আজ মন খারাপ? দরকার একটি বই। পিসিতে হোক, ট্যাবে হোক বা প্যাবলেটে হোক… বা একটা হার্ড কপি হোক, সমস্যা নেই। পড়া শুরু করে দিলে কখন যে বই এর ভেতরে ঢুকে যাবেন, বুঝতেও পারবেন না। মন খারপও এক সময় কেটে যাবে। বই এর গল্পের সাথে নিজের গল্প কখন যে মিশে যাবে, টের ও পাবেন না। দরকার একটি বই। একটি সুন্দর বই …
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন