আমাদের যা ইচ্ছে তাই করা উচিত। এই ইচ্ছেটা এক সময় মারা যায়। তখন আর কোন
কিছু করতে ইচ্ছে করবে না। যদিও এত্ত গুলো বাঁধা। যদি মন থেকে কোন কিছু করতে
চায় কেউ, বাধা গুলো অতিক্রম কর যথেষ্ট সহজ। একটা ফু দিলে উড়ে যাওয়ার মত!
আর ইচ্ছে শক্তিই সব চেয়ে বড় শক্তি।
আমরা পদার্থ বিজ্ঞানে কয়টি শক্তি সম্পর্কে জেনেছি যেন? ও হ্যাঁ মনে পড়ছে। ৯টি। সৌর শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি … নয়টা নয়, শক্তি হচ্ছে দশটা। আরেকটা শক্তি হচ্ছে ইচ্ছে শক্তি।অন্য সব শক্তির সাথে মিল আছে। অন্য সব শক্তি যেমন দেখা যায় না, এটাও তেমনি দেখা যায় না। অমিল ও একটা আছে, এই ইচ্ছে শক্তির ক্ষমতাই সবচেয়ে বেশি। এত্ত বেশি যে আমাদের কল্পনার ও বাহিরে।
আমরা পদার্থ বিজ্ঞানে কয়টি শক্তি সম্পর্কে জেনেছি যেন? ও হ্যাঁ মনে পড়ছে। ৯টি। সৌর শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি … নয়টা নয়, শক্তি হচ্ছে দশটা। আরেকটা শক্তি হচ্ছে ইচ্ছে শক্তি।অন্য সব শক্তির সাথে মিল আছে। অন্য সব শক্তি যেমন দেখা যায় না, এটাও তেমনি দেখা যায় না। অমিল ও একটা আছে, এই ইচ্ছে শক্তির ক্ষমতাই সবচেয়ে বেশি। এত্ত বেশি যে আমাদের কল্পনার ও বাহিরে।
আপনার ইচ্ছে কি? বলার দরকার নেই। একটা লিস্ট করে ফেলুন। ঘুম থেকে উঠে
একবার চোখ বুলিয়ে নিন। প্রতিদিন। এরপর দিনের একটা অংশ নিজের ইচ্ছের পূরনের
জন্য চেষ্টা। এক সময় দেখবেন লিস্টটা ছোট হয়ে গেছে। অনেক গুলো ইচ্ছে পূরণ
হয়ে গেছে। থেমে থাকলে চলবে না। একটুও না। নতুন লিস্ট করতে হবে যে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন