বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

এশিয়ার তারুণ্য

ছোটবেলায় এক শিক্ষক বলতেন, ‘আকাশছোঁয়ার স্বপ্ন দেখো, কিছুটা হলেও উপরে উঠতে পারবে।’ স্বপ্ন দেখার শুরু তখন থেকেই। আমাদের দক্ষিণ কোরিয়া ঘুরে আসাকে স্বপ্ন দেখার শুরু বলা যেতে পারে।

আমরা মোট সাত জন। আমিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাবাব, আকিব, শারমিন, ঈপ্সিতা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধরা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাহিম— সাতজন ঘুরে এলাম ‘ইয়ুথ ক্যাম্প ফর এশিয়াস ফিউচার-২০১৪’ থেকে।

৬–২০ আগস্ট অনুষ্ঠিত ক্যাম্পে অংশ নেন এশিয়ার ২৪টি দেশের ১৯৫ শিক্ষার্থী। এবারে স্লোগান ছিল ‘এশিয়ান ইয়ুথ! স্টার্ট আ নিউ ইনোভেটিভ এরা’। আইস ব্রেকিং ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই সপ্তাহের যাত্রা।

রাজধানী সিউলে এক দিন থেকে আমরা যাই জঞ্জু শহরে। সেখানে দুই দিন। জঞ্জুতে রং-বেরঙের দালান, ওই শহরের ব্যস্ততা, জঞ্জু হ্যানক ভিলেজ, সেখানকার বাসিন্দাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো, তগবিগ (ঐতিহ্যবাহী খাবার) এবং মিষ্টি বানানো—সবই উপভোগ্য ছিল।
জঞ্জু শেষে এবার জেজু দ্বীপে যাওয়ার পালা। অপরূপ এ দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ! চারদিকে আগ্নেয়গিরির ছোট-বড় পাথর দিয়ে তৈরি এ দ্বীপে আমাদের কাটে ছয় দিন।
দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম স্কেজিউল জেজুর ট্র্যাডিশনাল মার্কেটে। স্থানীয় জেজু হাইস্কুলের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে গেলাম আমরা। গ্র্যান্ডমা’স মার্কেট নামের মার্কেটটি দেখতে অনেকটা বাংলাদেশের কাঁচাবাজারের মতো। এরপর যাত্রা হ্যামডিওক সমুদ্রসৈকতে। অতঃপর একসঙ্গে ২৪টি দেশের ১৯৫ জন অংশগ্রহণকারীর রৌদ্রস্নান। সে এক দারুণ অভিজ্ঞতা।
পরের দিন গিয়েছিলাম জেজুর ফোক ভিলেজ-‘ইলচুল্যান্ড’-এ। এখানে কোরিয়ার গ্রামীণ জীবনাচার, সাংস্কৃতিক বৈচিত্র্য, গ্রামীণ শিল্পীসহ অনেক কিছুর সঙ্গে পরিচিত হলাম।
এরপর আমরা গেলাম সিয়ংসান, পৃথিবীর সপ্তাশ্চর্য ইলচুবংয়ে। এর আরেক নাম সানরাইজ পিক। পরের দিন বিকেলে ছিল এশিয়ান ট্র্যাডিশনাল ফুড ফেস্টিভ্যাল। সেখানে এশিয়ার ২৪টি দেশের অংশগ্রহণকারীরা তাদের নিজেদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করে। রাতের খাবার শেষে অনুষ্ঠিত হয় এশিয়ান ইয়ুথ’স কালচারাল এক্সচেঞ্জ। পরের দিন রাজধানী সৌলের উদ্দেশে যাত্রা। এভাবেই শেষ হলো এশিয়ার তরুণদের মিলনমেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^