বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্বজন যখন সেরা

সবকিছুইতেই তাঁর সরব উপস্থিতি। সেটা পড়াশোনা থেকে খেলার মাঠ বা স্বেচ্ছাসেবা থেকে প্রতিযোগিতার জন্য নিজ বিভাগের কোনো প্রকল্প। তবে বন্ধুদের কাছে তিনি পরিচিত তুখোড় ছাত্র হিসেবেই। তাঁর পুরো নাম স্বজন রহমান। স্নাতকোত্তর পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগে। বন্ধুদের তুখোড় তকমার মান রাখতেই কি না, স্নাতকে তিনি প্রথম শ্রেণিতে প্রথম হয়ে অর্জন করেছেন সিজিপিএ ৩.৯১! যা নাকি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের এযাবৎকালের সেরা ফল।
স্বজন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই চেষ্টা ছিল ভালো ফলাফল করার। চূড়ান্ত ফল জেনে আমি তো প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম! তবে ভালো রেজাল্টের পাশাপাশি আমি কিন্তু যুক্ত ছিলাম বিভাগের প্রায় সবগুলো প্রকল্পের সংঙ্গেই।’
স্বজনের কথার প্রমাণ মেলে একটু পেছন ফিরে তাকালেই। যেমন ২০১৩ সালে জাপান সরকারের আয়োজনে ‘দ্য অ্যাভেনজারস’ দলের হয়ে দ্বিতীয় হয়েছিলেন স্বল্প জ্বালানিতে গাড়ি তৈরির নকশা ‘ইকো রান’ প্রকল্পে। এ ছাড়াও অংশ নিয়েছেন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএবি) আয়োজিত ‘ইউনিভার্সাল অ্যাকসেসিবিলিটি ইন ট্রান্সপোর্টেশন সিসটেম’ ও এসএমইর প্রজেক্টে।
শুধুই প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, তিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন রুয়েট রোবটিক সোসাইটির সঙ্গে। বিভাগের ফুটবল দলের সঙ্গে। ‘আমি কিন্তু আমাদের দলে ফরোওয়ার্ডে খেলি। দুবার চ্যাম্পিয়নও হয়েছিলাম।’ যোগ করেন স্বজন। আর এসব কাজের স্বীকৃতিস্বরূপ টানা চার চারবার তিনি পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার। আর ২০১৩ সালে বিশ্ববিদ্যালয় দিবসে তো অনুষদের পক্ষ থেকে পেয়েছেন অনুষদের সেরা শিক্ষাথীরর পুরস্কার ‘বেস্ট স্টুডেন্ট অব মেকানিক্যাল ফ্যাকাল্টি।’
স্বজন বর্তমানে গবেষণা করছেন ‘নবায়নযোগ্য শক্তি’ নিয়ে। গবেষণা সম্পর্কে তিনি বলেন, ‘এই গবেষণার আওতায় আমি চেষ্টা করছি সৌরশক্তি ব্যবহার করে একই সঙ্গে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সহজতর ও কার্যকর উপায় বের করার।’
স্বজন ভবিষ্যতে নিজেকে একজন দেশসেরা প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে চান। উচ্চশিক্ষা নিতে চান আন্তর্জাতিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে। আর নিজের প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে অবদান রাখতে চান দেশের প্রযুক্তিগত উন্নয়নে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^