বাংলাদেশে
৪৮টি দেশের আবাসিক দূতাবাস ও হাইকমিশন অফিস আছে। ১৫ থেকে ২০টির মতো দেশের
কনস্যুলেট রয়েছে এ দেশে। এ ছাড়া বিশ্বের ৬৯টি দেশে বাংলাদেশের দূতাবাস
রয়েছে। কনস্যুলেট, ডেপুটি হাইকমিশন, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন ও ভিসা
সেন্টার রয়েছে ৫২টি দেশে (উইকিপিডিয়া)।
বর্তমানে বাংলাদেশে কাজ করা বিদেশি এনজিও ও উন্নয়ন সংস্থার সংখ্যা ২৩৩ (সূত্র: প্রথম আলো, জুন ১৯, ২০১৪)।
বিদেশি এনজিওগুলোয় ৩৪২ জন বিদেশি এবং ১৫ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত; এর পাশাপাশি দেশের অসংখ্য উন্নয়ন সংস্থা তো রয়েছেই। দিনকে দিন দূতাবাস, আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থাগুলোয় জনবল চাহিদা বাড়ছে। বাংলাদেশ ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও তাৎপর্যের সঙ্গে কার্যক্রমে সংশ্লিষ্টতা বাড়াচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোতেও বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে দ্রুত। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, রাজনীতি, অর্থনীতি, আর সমাজ-সংস্কৃতি নিয়েই পড়াশোনার বিষয় হলো ইন্টারন্যাশনাল রিলেশন্স বা আন্তর্জাতিক সম্পর্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আশেকা ইরশাদ জানান, বিভিন্ন দেশের মধ্যকার আন্তসম্পর্ক, বিশ্বায়ন, ভূরাজনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের তাত্ত্বিক ও ব্যবহারিক পড়াশোনাই আন্তর্জাতিক সম্পর্ক। সারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। যার জন্য কূটনীতি ও পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক ভুবনে ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়ছে দ্রুত।
কোথায় পড়বেন
সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি-আইআর) ডিগ্রি নেওয়ারও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিষয়ে পড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অনুসারে ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয়। ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ: duir.ac.bd ও ttp://goo.gl/QIwji5।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: cu.ac.bd
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: juniv.edu
বর্তমানে বাংলাদেশে কাজ করা বিদেশি এনজিও ও উন্নয়ন সংস্থার সংখ্যা ২৩৩ (সূত্র: প্রথম আলো, জুন ১৯, ২০১৪)।
বিদেশি এনজিওগুলোয় ৩৪২ জন বিদেশি এবং ১৫ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত; এর পাশাপাশি দেশের অসংখ্য উন্নয়ন সংস্থা তো রয়েছেই। দিনকে দিন দূতাবাস, আন্তর্জাতিক ও দেশীয় উন্নয়ন সংস্থাগুলোয় জনবল চাহিদা বাড়ছে। বাংলাদেশ ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও তাৎপর্যের সঙ্গে কার্যক্রমে সংশ্লিষ্টতা বাড়াচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোতেও বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে দ্রুত। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, রাজনীতি, অর্থনীতি, আর সমাজ-সংস্কৃতি নিয়েই পড়াশোনার বিষয় হলো ইন্টারন্যাশনাল রিলেশন্স বা আন্তর্জাতিক সম্পর্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আশেকা ইরশাদ জানান, বিভিন্ন দেশের মধ্যকার আন্তসম্পর্ক, বিশ্বায়ন, ভূরাজনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের তাত্ত্বিক ও ব্যবহারিক পড়াশোনাই আন্তর্জাতিক সম্পর্ক। সারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। যার জন্য কূটনীতি ও পররাষ্ট্রনীতির আন্তর্জাতিক ভুবনে ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়ছে দ্রুত।
কোথায় পড়বেন
সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি-আইআর) ডিগ্রি নেওয়ারও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিষয়ে পড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অনুসারে ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয়। ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ: duir.ac.bd ও ttp://goo.gl/QIwji5।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: cu.ac.bd
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: juniv.edu
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন