বর্তমানে বাংলাদেশে কাজ করছে এমন বিদেশি
এনজিও ও উন্নয়ন সংস্থার সংখ্যা ২৩৩টি (সূত্র: প্রথম আলো, জুন ১৯, ২০১৪)।
বিদেশি এনজিওগুলোতে ৩৪২ জন বিদেশি এবং ১৫ হাজার ৮১৫ জন বাংলাদেশি
কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর পাশাপাশি দেশের অসংখ্য উন্নয়ন সংস্থা
তো রয়েছেই। দিনকে দিন উন্নয়নসংশ্লিষ্ট খাতে জনবলের চাহিদা বাড়ছে। আর
উন্নয়নসংশ্লিষ্ট নানান বিষয়ে পড়ার বিষয়ই হল ডেভেলপমেন্ট স্টাডিজ বা
উন্নয়ন অধ্যয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান জানান, ‘উন্নয়ন অধ্যয়ন হলো উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয়ের সমন্বিত পাঠ। ব্যবহারিক পর্যায়ে উন্নয়নের সংজ্ঞা, সীমাবদ্ধতা, কাজের পরিধি খুঁজে বের করা, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার ব্যবহারিক সমাধান নিয়ে পড়াশোনার বিষয় উন্নয়ন অধ্যয়ন।’
কোথায় পড়বেন
সরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়টি পড়ানো হয়। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়ন অধ্যয়ন পড়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি অনার্স, দুই বছর মেয়াদি মাস্টার্স পর্যায়ে পড়াশোনার পাশাপাশি এমফিল, পিএইচডি, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স করারও সুযোগ আছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অনুসারে ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয়।
মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হয়। এ ক্ষেত্রে প্রার্থীর তিন অথবা চার বছরের সম্মান ডিগ্রি থাকতে হবে। যেসব শিক্ষার্থী চার বছরের ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এক বছর মেয়াদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি হতে পারেন।
যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, কলাভবন (পঞ্চম তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্স-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ওয়েবসাইট: www.devstud-udhaka.ac.bd
বেসরকারি বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান নিয়াজ আহমেদ খান জানান, ‘উন্নয়ন অধ্যয়ন হলো উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয়ের সমন্বিত পাঠ। ব্যবহারিক পর্যায়ে উন্নয়নের সংজ্ঞা, সীমাবদ্ধতা, কাজের পরিধি খুঁজে বের করা, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যার ব্যবহারিক সমাধান নিয়ে পড়াশোনার বিষয় উন্নয়ন অধ্যয়ন।’
কোথায় পড়বেন
সরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়টি পড়ানো হয়। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে উন্নয়ন অধ্যয়ন পড়ার সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি অনার্স, দুই বছর মেয়াদি মাস্টার্স পর্যায়ে পড়াশোনার পাশাপাশি এমফিল, পিএইচডি, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স করারও সুযোগ আছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়তে হলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা অনুসারে ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয়।
মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক ডিগ্রিধারী হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হয়। এ ক্ষেত্রে প্রার্থীর তিন অথবা চার বছরের সম্মান ডিগ্রি থাকতে হবে। যেসব শিক্ষার্থী চার বছরের ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এক বছর মেয়াদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামে ভর্তি হতে পারেন।
যোগাযোগ: উন্নয়ন অধ্যয়ন বিভাগ, কলাভবন (পঞ্চম তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯২০, এক্স-৬৭৯১, ০১৭২০৪৬১৯১০। ওয়েবসাইট: www.devstud-udhaka.ac.bd
বেসরকারি বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন