বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

প্রাণের মাঝে আয়

দুর্নিবার তারুণ্য আর প্রাণ-প্রাচুর্যে ভরপুর একেকজন তরুণ। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ মেডিকেল কলেজে, কেউ বুয়েটে, আবার কেউ কেউ ইতিমধ্যে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার। ভিন্ন পরিচয় থাকলেও একটি পরিচয়ে সবাই অভিন্ন। তাঁরা সবাই বিভিন্ন ক্যাডেট কলেজের (০৫-১১) ব্যাচ। ক্যাডেট কলেজের ছয় বছরের শিক্ষাজীবন সমাপনীর এক দশক পূর্তি উপলক্ষে ৩ এপ্রিল সবাই মিলিত হয়েছিলেন ঢাকার একটি রেস্তোরাঁয়।
ফেলে আসা জীবনের অতীত স্মৃতি, গল্প, আড্ডা, গান আর তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত ছিল আনন্দময় সে সন্ধ্যা। ১২ ক্যাডেট কলেজের ১৮০ জন প্রাক্তন ক্যাডেট এসেছিলেন প্রাণের টানে। জীবনের সীমাহীন ব্যস্ততায় সবাই দূরে থাকলেও বন্ধুত্বের আহ্বানে সাড়া দিতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ক্যাডেট ব্যাচের (০৫-১১) প্রাক্তন ক্যাডেটরা। এমনকি দেশের বাইরে থেকেও এসেছিলেন অনেকে। সুদূর লন্ডন থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে আসা সিলেট ক্যাডেট কলেজের মরিন রাজিব তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, ‘আসলে ক্যাডেট জীবন অন্য সব জীবনের চেয়ে আলাদা। কঠোর নিয়মতান্ত্রিক জীবন আর মা-বাবাকে ছেড়ে থাকার কষ্ট ভুলিয়ে দিতেন ক্যাডেট বন্ধুরা। তাই তাঁদের প্রতি আলাদা মায়া কাজ করে।’ অনুষ্ঠান শুরু হয় কেক কাটার মাধ্যমে। এরপর উপস্থিত প্রাক্তন ক্যাডেটরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কেউ গান গেয়ে শোনান, কেউ বেহালা বাজান, এ ছাড়া ক্যাডেটদের নিজস্ব ব্যান্ডের পরিবেশনাও ছিল। নৈশভোজের পর ডিজে পার্টিতে নেচে-গেয়ে দিনটি উদ্যাপন করেন। সবশেষে ১২ ক্যাডেট কলেজের ক্যাডেটরা ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^