বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

তাহিরের সাইকেল

ইউনিসেফের হয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে মালয়েশিয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার সাইকেলে পাড়ি দিয়েছেন বাংলাদেশি এই তরুণ

শুধু সাইকেলে চেপে প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বাংলাদেশি এক তরুণ। ব্যক্তিগত কোনো রেকর্ড গড়ার জন্য নয়, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের জন্য তাঁর এই অক্লান্ত চেষ্টা। আবদুল্লাহ তাহির নামের এই বাংলাদেশি তরুণ একটানা ২৬ দিন মালয়েশিয়া থেকে থাইল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার পথ সাইক্লিং করেছেন।
দেশে ফিরে ‘স্বপ্ন নিয়ে’র সঙ্গে এক সাক্ষাৎকারে তাহির বলেন, ‘আমার সব সময়ের ইচ্ছা ছিল শিশুদের জন্য কিছু করার। সেই ইচ্ছা থেকেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। এবার বড় পরিসরে সাইকেল চালিয়ে ইউনিসেফের জন্য তহবিল সংগ্রহ করেছি।’
এভাবে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে তাহিরের সাইকেল ভ্রমণের আদ্যোপান্ত। তঁার কাছ থেকে জানতে পারি, তাহিরের এই উদ্যোগের নাম রাইড ফর আনপ্রিভিলেজড চাইল্ড। গত বছরের ১ ডিসেম্বর থেকে ২৬ দিনের কর্মসূচিতে তিনি এক হাজার পাউন্ড সংগ্রহ করেন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দুই হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে। আরও দুই হাজার পাউন্ড সংগ্রহ করতে সাইক্লিং করবেন তিনি। ‘স্বপ্ন দেখি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ করার।’ বলছিলেন আবদুল্লাহ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতক তাহির যুক্ত আছেন মিলওয়ার্ড ব্রাউন নামের একটি প্রতিষ্ঠানে। একদিন তিনি জানতে পারেন, প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত শিশুদের টিকাদানের জন্য এক কোটি পাউন্ড অর্থ সংগ্রহ করে ইউনিসেফকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। খবরটা জানার পর তাঁর মনে হলো, তিনি কেন এ কাজে নিজেকে সম্পৃক্ত করছেন না! তিনি তো আজন্ম স্বপ্ন দেখেন শিশুদের জন্য কিছু করার।
‘এ ভাবনা থেকেই মূলত আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। আমি সাইক্লিং করি ট্রেকারস অব বাংলাদেশ নামের এক দলের সঙ্গে। সাইক্লিং আমার শখ, যে শখ থেকে আমি আনন্দ পাই।’ বলছিলেন তাহির। একটু থেমে মৃদু হেসে আবার বলেন, ‘এই আনন্দ পাওয়া যদি মানবিকতার জন্য হয়, তবে সেই আনন্দ হয়ে যায় দিগুণ। আমি এখন সাইক্লিং করে শিশুদের জন্য তহবিল সংগ্রহ করছি, ভাবতেই অনেক বেশি আনন্দ লাগে।’
তাহির জানান, ইউনিসেফ এই তহবিল সংগ্রহ করে অনলাইনের মাধ্যমে। যদি কেউ অনলাইনের মাধ্যমে সাহায্য করতে চান, তাহলে goo.gl/fZ8hce লিঙ্কে গিয়ে ডোনেট টু দিস ইভেন্টে ক্লিক করতে পারেন। এ প্রকল্পে নগদ অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই, তাই আগ্রহী ব্যক্তিদের সাহায্য পাঠাতে হবে অনলাইনের মাধ্যমে।
আবদুল্লাহ তাহিরের জীবনের শুরুর দিকের অনেকটা সময় কেটেছে চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
ভবিষ্যতের কথা জানতে চাইলে আবদুল্লাহ বলেন, ‘ইচ্ছা আছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সংস্থা করার। সেই সংস্থার কাজ হবে মূলত শিশুদের জন্য কাজ করতে তরুণদের উদ্বুদ্ধ করা।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^