বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

বিশ্বসাহিত্য কেন্দ্রের ই–লাইব্রেরি

আবদুল্লাহ আবু সায়ীদ,প্রতিষ্ঠাতা ও সভাপতি
মেধা-মননের বিকাশের জন্য বই পড়া জরুরি, সেটা যে মাধ্যমেই হোক না কেন। প্রাচীনকালে মানুষ জ্ঞান লাভ করত তার জীবন থেকে কিন্তু সেই জ্ঞান সংরক্ষণের কোনো মাধ্যম ছিল না। ওই প্রজন্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জ্ঞানও বিলুপ্ত হতো। পরবর্তী সময়ে জ্ঞান সংরক্ষণের জন্য বইয়ের প্রচলন হয়। প্রথমে পাথরে লেখার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। কিন্তু তা ছিল মুষ্টিমেয় রাজা-মহারাজাদের হাতে। পরবর্তী সময়ে কাগজ আবিষ্কারের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে যায়। এখন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বইয়ের নতুন বিপ্লব শুরু হয়েছে। একে বলা হচ্ছে ই–বুক। তথ্যপ্রযুক্তির উন্নয়ন বই পড়ার অভ্যাস পাল্টে দিচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রও অনলাইনের মাধ্যমে সবার কাছে বই পৌঁছে দিচ্ছে, এ সুযোগ থেকে কেউ বাদ যাবে না। যারা বই পড়ার সত্যিকার পাঠক, তারা ছাপা আকারে হোক আর কম্পিউটারের স্ক্রিনে হোক, বই পড়ছে। আগামী বছর থেকে কিশোর-কিশোরীদের উপযোগী বই নিয়ে ই-লাইব্রেরি করা হবে। মোবাইল ফোনে সহজে বই প্রাপ্তির জন্য মোবাইল অ্যাপ তৈরি করা হবে। প্রতিটি মোবাইল ফোন হবে একটি করে ব্যক্তিগত বইয়ের সংগ্রহশালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^