বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষা

LATEST :
সাইটটির উন্নয়ন চলছে এবং শীঘ্রই উন্নয়ন করা হবে

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

সফল ড্রপআউট

বিশ্ববিদ্যালয় ছেড়ে কনসার্টে
মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী নোরা জোন্স। তাঁর বাবা আলোচিত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আর মা ছিলেন নৃত্যশিল্পী। তারকাদ্যুতি নিয়ে জন্মালেও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করতে পারেননি এই তারকা। হাইস্কুলে থাকতেই গান লেখা আর গাওয়ার দিকেই ঝোঁক ছিল বেশি তাঁর। ভালো স্যাক্সোফোন বাজাতে পারতেন বলে বেশ সুনামও ছিল। হাইস্কুলের পড়া শেষে নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করতে ভর্তি হন তিনি। জ্যাজ পিয়ানোকেই পড়াশোনার বিষয় হিসেবে বেছে নেন নোরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে ক্লাবে আর কনসার্টেই গান গাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত দুই বছর পরে বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান এই তারকা। সূত্র: এবিসি নিউজ।

স্কুল বদলানোর মাস্টারকানাডার আলোচিত অভিনেতা কিয়ানু রিভস, দ্য ম্যাটরিক্স-এর নিও নামেই সারা বিশ্বে বেশি আলোচিত তিনি। টরন্টো শহরে শিশুকাল কাটে তাঁর। স্কুল নিয়ে বিশাল ইতিহাস আছে কিয়ানুর জীবনে। স্কুলে ভর্তির প্রথম পাঁচ বছরে চারবার স্কুল বদলানো হয় তাঁর। এমনকি ইতোবিকোক স্কুল অব আর্টস নামের বড় এক স্কুল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। স্কুলে বেশি চিৎকার করতেন বলেই কর্তৃপক্ষ তাঁকে নাকি বহিষ্কার করতে বাধ্য হয় বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তবে স্কুলে পড়ার চেয়ে হকি খেলাতেই বেশি টান ছিল তাঁর। স্কুলের হকি দলে খেলার জন্য দ্য ওয়াল নিকনেমও কুড়িয়েছিলেন তিনি। হাইস্কুলের পড়ার শেষ দিকে অ্যাভোনডেল সেকেন্ডারি স্কুলে ভর্তির সুযোগ পান তিনি। কিন্তু হাইস্কুলের ডিপ্লোমা অর্জনের আগেই স্কুলকে বিদায় জানান নিওখ্যাত কিয়ানু রিভস। সূত্র: বায়োগ্রাফি ডট কম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্বত্বাধিকারী © ২০১৫ প্রোগ্রামিং এর মহাজগৎ সব অধিকার সংরক্ষিত
^